জসিম মাহমুদ ::
টেকনাফের কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৬৮ ক্যান বিদেশী বিয়ার ও ২ বোতল হুইস্কি জব্দ করে বাংলাদেশ কোস্টগার্ড । তবে এ অভিযানে কোন মাদক চোরাকারবারী আটক হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের জোনাল কমান্ডার জানান ‘৭ নভেম্বর দুপুর সোয়া ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ এর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে স্টেশন কমান্ডর লেঃ কমান্ডার জাফর ঈমাম সজিবের নেতৃত্বে টেকনাফ থানার অন্তর্গত কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৬৮ ক্যান বিয়ার এবং ২ বোতল হুইস্কি আটক করে। উক্ত অভিযানে কোন ব্যাক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ার ও হুইস্কির আনুমানিক বাজার মূল্য ৮৬ হাজার টাকা। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে ।
পাঠকের মতামত: