ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টেকনাফে হানিফ পরিবহনের চালক ইয়াবাসহ আটক: বাস জব্দ

টেকনাফ প্রতিনিধি ::   টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবা বড়িসহ হানিফ পরিবহনের এক চালককে আটক করা হয়েছে। এসময় পাচারের অপরাধে বাসটিও জব্দ করা হয়েছে।

জানা যায়, ২০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ (পিপিএম) এক্স, বিএন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরইতলীতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে টেকনাফ হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহন (চট্টমেট্টো-ব-১১-০৮৩৩) তল্লাশী করে। উক্ত বাসের মধ্যে অভিনব কায়দায় লুকানো রাখা নিষিদ্ধ ইয়াবা বড়িসহ গাড়ির চালককে আটক করা হয়েছে। ধৃত সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার পুত্র মোহাম্মদ ফরিদ (৪২) বলে স্বীকার করেছে। তার কাছ থেকে ব্যবহৃত ১টি মোবাইল সেটও জব্দ করা হয়।

ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত বাসসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত: