টেকনাফ মডেল থানার ওসি আবদুল মজিদের বিদায় ও নবাগত ওসি মাইন উদ্দিনকে বরণ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নবাগত ওসি মাইন উদ্দিন বলেন, এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও টেকনাফ উপজেলার দায়িত্বরত সাংবাদিকরা যদি মাদক প্রতিরোধ, সস্ত্রাস দমন করার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিলে টেকনাফ উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকবে। তার পাশাপাশি ইয়াবা ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধ কর্মকার্ন্ডে জড়িত অপরাধীদেরকে দমন করতে টেকনাফ উপজেলার পুলিশ বাহিনী অতীতের চেয়ে ভালভাবে কাজ করে সফলতা অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল ১৬ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় টেকনাফ মডেল থানার সার্ভিস ডেলিভারী ভবনের হল রুমে দীর্ঘ এক বছরের কর্তব্যরত ওসি আব্দুল মজিদের বিদায় এবং নবাগত ওসি মাইন উদ্দিনের বরণ উপলক্ষ্যে একসভা অনুষ্টিত হয়েছে। সভা পরিচালনা করেন টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্তি দাশ। উক্ত সভায় বক্তব্য রাখেন নবাগত ওসি মাইন উদ্দিন, বিদায়ী ওসি মোঃ আব্দুল মজিদ, ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ স¤পাদক আবুল কালাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, এসআই শাফায়েত আহমদ, এএসআই কাজী আব্দুল মালেক, কনস্টেবল সাইফুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক, কমিউনিটি পুলিশ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত: