ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

টেকনাফ প্রতিনিধি :: টেকনাফেে বন্দুকযুদ্ধেে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) ভোরে টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকায় যুবলীগ নতা ওমর ফারুক হত্যায় অভিযুক্তদের ধরতে গেলে এ ঘটনা ঘটে। এসময় তিন পুলিশ সদস্য আহত হন।

নিহতরা হলো জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ছবির রহমানের ছেলে মো. শাহ (৩৮) ও বালুখালী ক্যাম্পের আব্দুল আজিজের ছেলে আব্দুস শুক্কুর (২৫)। আহতরা হলেন উপ-পুলিশ পরিদর্শক মনজুর, সহকারী উপপুলিশ পরিদর্শক মো. জামাল ও কনস্টেবল লিটন।

পুলিশ জানায়, যুবলীগ নেতা হত্যার আসামিরা জাদিমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশও প্রাণ ও সরকারি সম্পদ রক্ষার্থে ৪০ রাউন্ড গুলি করে।

একপর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যা মামলার দুইজন আসামি, ২টি এলজি, ৯টি তাজা কার্তুজ, ১২ রাউন্ড খালি খোসা উদ্ধার করে।

আহত আসামিদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শোভন দাশ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। পরে তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: