আমান উল্লাহ আমান, টেকনাফ :::
টেকনাফ উপজেলার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও সন্ত্রাস, নাশকতা এবং জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি। ১৮ সেপ্টেম্বর রবিবার উপজেলার পাবলিক হলরুমে উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুরের সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এমপি বদি তার আমলের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। যে সকল গ্রামাঞ্চল উন্নয়ন বঞ্চিত তালিকা দিন যা পর্যায়ক্রমে উন্নয়ন ধারা অব্যাহত রাখা হবে। বিগত বছরে উখিয়া-টেকনাফ সড়কের সকল ব্রীজ নির্মাণসহ সড়ক উন্নয়ন করা হয়েছে। মেরিন ড্রাইভ সড়কের কাজ এগিয়ে চলছে যা আগামী মার্চ মাসে উদ্ভোধন করা হবে। শাহপরীরদ্বীপের বেড়ীবাঁধের জন্য ১০৬ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের উন্নয়ন ও টেকনাফ উপজেলায় ১৭ টি ব্রীজের কাজ চলছে। নতুন স্কুল-মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। সাবরাং ও জইল্যার দ্বীপকে এক্সক্লোসিভ জোন করার পরিকল্পনা হাতে নিয়েছে এবং অচিরেই কাজ শুরু হবে। এছাড়া কোটি কোটি টাকা ব্্যয়ে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট জেটি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এমপি বদি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে করে আরো বলেন, ইয়াবা ব্যবসাসহ মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইয়াবা ব্যবসায়ীদের তালিকা তৈরী করে প্রশাসনকে সহযোগীতা করুন। জঙ্গীবাদ, নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে আইন শৃংখলা উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া তিনি বলেন, আমি জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি। তাই জনগন থেকে সংবর্ধিত না হয়ে ওই জনগনকে সংবর্ধনার আয়োজন করেছি। কারণ জনগনই ক্ষমতার উৎস্য। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শফিক মিয়া, জহির হোসেন এমএ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবেক ভাইস চেয়ারম্যান এইচ,এম ইউনুছ বাঙ্গালী, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, সদরের মোঃ শাহজাহান চেয়ারম্যান, সাবরাংয়ের চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়ার চেয়ারম্যান আজিজ উদ্দিন, সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ, টেকনাফ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, পৌর প্যানেল মেয়র ও সাংবাদিক আবদুল্লাহ মনির, হোয়ারইক্যং প্যানেল চেয়ারম্যান রাকিব আহমদ, সদরের ৩ নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম, হ্নীলা ইউপির মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দীকি প্রমূখ। সভায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তাসহ মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: