ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ‘আনান কমিশন’

Teknaf-pic-29.1-6_1টেকনাফ প্রতিনিধি:::

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে রাখাইন রাজ্য বিষয়ক পরামর্শক কমিশনের তিন সদস্য ২ দিনের সফরে রবিবার ২৯ জানুয়ারী কক্সবাজার এসেছেন। দুই দিনের প্রথম দিন ২৯ জানুয়ারী রবিবার দুপুর থেকে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ও লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি পরিদর্শন করছেন। পরিদর্শনকালে কমিশণের সদস্যগণ রোহিঙ্গাদের সাথে দোভাষীদের মাধ্যমে কথা বলেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন ওই কমিশন ‘আনান কমিশন’ নামে পরিচিত। মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও অং সান সু চির গড়া ৯ সদস্যের ওই কমিশনের ৩ জন তাঁদের কাজের অংশ হিসেবে এ সফরে এসেছেন। সদস্যরা হলেন মিয়ানমারের উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের ঘাসান সালামে। মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন অনুপ্রবেশকারি রোহিঙ্গাদের অবস্থা জানতে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী বস্তিগুলো পরিদর্শন করেছেন আনান কমিশনের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালীতে নতুন করে গড়ে উঠা রোহিঙ্গা শরণার্থী বস্তিতে পৌঁছেন। সেখানে রোহিঙ্গা বস্তি পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি টেকনাফের লেদা এবং শামলাপুরের রোহিঙ্গা শরণার্থী বস্তিগুলো পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটির সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকী বিল্লাহ, ইউএনএইচসিআর ও আইওএম’র উর্দ্ধতন কর্মকর্তা সহ আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টরা রোহিঙ্গা বস্তিগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। সোমবার সকালে উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী বস্তি পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসনের সাথে বৈঠক করবেন। এরপর বিকালেই ঢাকায় ফিরবেন। কমিশনের সদস্যরা আগামী মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এ বছরের দ্বিতীয়ার্ধে আনান কমিশন অং সান সু চির কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবেন।

পাঠকের মতামত: