ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

জেলে মালির কাজে ‘ধর্ষক বাবা’, দৈনিক ৪০ রুপি!

ramঅনলাইন ডেস্ক :::

বাবা রাম রহিমের আরাম-আয়েশের জীবনে এবার হাওয়া হাওয়া। ধর্ষক বাবা সিরসার ডেরা-র বিপুল বৈভব ছেড়ে এখন জোড়া কম্বল সম্বল করে দু’দশক কাটাতে হবে।

কিন্তু জেলের ভাত তার অমনি অমনি জুটবে না। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত রাম রহিমকে রোহতকের সুনারিয়া জেলে খেটে খেতে হবে।

 ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুরমিত রাম রহিমকে জেলের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে। বাবার কোনো ক্যাঁওম্যাও শনতে রাজি নয় জেল কর্তৃপক্ষ। আর পাঁচজন কয়েদির মতোই বাবা বাগানে মাটি কোপাবেন, গাছে পানি দেবেন, বড় গাছকাটা কাঁচি দিয়ে শুকনো ডাল কাটবেন। দিনের বড় সময়টা তাঁকে এই করেই কাটাতে হবে। আর এর জন্য বাবা মাইনেও পাবেন। জেল কর্তৃপক্ষ তাঁর পারিশ্রমিক ধার্য করেছে দৈনিক ৪০ রুপি।
বৈভবের হদ্দমুদ্দ করেছেন বাবা ক’দিন আগেও। এখন রাতারাতি তিনি নিঃস্ব। কৃতকর্মের বোঝা ঘাড়ে নিয়ে উদ্ভিদ সেবায় বন্দিজীবন কেমন করে কাটান, সেটাই এখন দেখার!

পাঠকের মতামত: