ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর আর নেই : শনিবার বাদে জোহর জানাজা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :  কক্সবাজার জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ঢেমুশিয়া গ্রামের বাসিন্দা, মৃত ফয়েজ আহামদ চৌধুরীর তৃতীয় সন্তান মনছুর উদ্দিন চৌধুরী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি–রাজেউন)। শুক্রবার ৫ এপ্রিল বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসাপাতালে তিনি মারা যান। ঢেমুশিয়া জমিদার পরিবারের সন্তান মনছুর উদ্দিন চৌধুরী মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সন্তান, এক স্ত্রী, অনেক আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বিষয়টি মরহুমের ভ্রাতুষ্পুত্র মেজবাহ উদ্দিন চৌধুরী বেলাল মিয়া সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি জানান-শনিবার জুহুরের নামাজের পর ঢেমুশিয়া জমিদার বাড়ি ঈদগাহ মায়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশ :

কক্সবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি’র সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত: