ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জেলা পরিষদে ডিজিটাল সেন্টার উদ্বোধন

ddddপ্রেস বিজ্ঞপ্তি ::

কক্সবাজার জেলা পরিষদের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ ভবনের প্রবেশ মুখে সেন্টারটির আনুষ্ঠানিক যাত্রা করেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী।

সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের চলতি বছরের ১৮ এপ্রিলের ৯৯৭ স্বারকে পাঠানো পত্রমতে কক্সবাজার জেলা পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০-২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জেলা পর্যায়ের স্থানীয় সরকার শাখাকে আগে ডিজিটালাইস্ট করা হচ্ছে। এরই আলোকে জেলা পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে।

৫ জুনের এ শুভযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খন্দকার জহিরুল ইসলাম, সহকারি প্রকৌশলী সোহেল রানা, উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন আহমেদসহ কর্মকর্তা-কর্মচারিগণ। ###

পাঠকের মতামত: