ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

জেলা পরিষদের অর্থায়নে ৮ লাখ টাকা ব্যয়ে বানিয়ারছড়া স্টেশনে যাত্রী চাউনি নির্মাণ 

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজার জেলা পরিষদের অর্থায়নে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন ও বানিয়ারছড়া স্টেশনে ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের বিপরীতে দুইটি উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির ততৃীয়বার নির্বাচিত সভাপতি আলহাজ লায়ন কমরউদ্দিন আহমদ। গতকাল বুধবার সকালে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে জেলা পরিষদের অর্থায়নে ৮ লাখ টাকা বরাদ্দের বিপরীতে নতুন একটি যাত্রী চাউনি নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কমরউদ্দিন আহমদ।

এরপর দুপুরে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে জেলা পরিষদের অর্থায়নে আড়াই লাখ টাকা বরাদ্দে মরাছড়া খালে জনগনের যাতাযাত সুবিধার্থে একটি নতুন কালর্ভাট নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। একইদিন বিকালে বরইতলী ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে পহরচাঁদা সাংগঠনিক আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কমরউদ্দিন আহমদ। এতে প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম।

পহরচাঁদা সাংগঠনিক আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন পহরচাঁদা সাংগঠনিক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার, সাংগঠনিক আবদুল মালেক, প্রচার সম্পাদক আবদুর রহিম। সভায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে সকালে বানিয়ারছড়া স্টেশনে নির্মাণ হচ্ছে যাত্রী চাউনি নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, ঠিকাদার কামাল হোসেন ও এলাকার সুধীজন। অন্যদিকে বরইতলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মরাছড়া খালে কালর্ভাট নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, বরইতলী ইউনিয়ন পরিষদের মেম্বার রামনাথ দাশ, আওয়ামীলীগ নেতা ডা.হিরানন্দ, প্রচার সম্পাদক ফরিদ, যুবলীগ নেতা কাইছার, সাবেক শিক্ষক আকরাম হোসেন ও সমাজসেবক সামসুল আলম প্রমুখ।

পাঠকের মতামত: