ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ, গ্রাম আদালত মামলা দ্রুত নিষ্পত্তিতে করণীয,মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখা,পাসপোর্ট প্রাপ্তিতে করনীয়, যানজট নিরসনসহ সংশ্লীষ্ট বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃংখলা কমিটির সভায়।

বুধবার সকালে আযোজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন,সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সকলে একযোগে কাজ করলে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।যারা এ ছাড়া যারা ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ,সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান, মহেশখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী, জেলা আওয়ামলীগ সহ সভাপতি রেজাউল করিম, বৌদ্ধ ধর্মীয় ট্রাষ্টি ও হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-র সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, টেকনাফ পৌরসভা মেয়র হাজী মো: ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দিনসহ আইন-শৃংখলাবাহিনীর কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবু সুফিয়ান।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: