ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

জাফর আলমের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাফর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।(২৭ নভেম্বর) মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা সহকারি রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানা যায়, চকরিয়া উপজেলা নিবার্চন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কাছ থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাফর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, জেলা পরিষদ সদস্য অধ্যাপক সোলতান আহমদ, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমুন ও পেকুয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজ।

পাঠকের মতামত: