ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

জাতীয় শোকদিবস উপলক্ষে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ব্যাপক কর্মসূচী পালনের সিন্দ্বান্ত

Chakaria Pcচকরিয়া অফিস :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল তিনটায় ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার আপন কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ সভাপতি জাফর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, ছৈয়দ আলম কমিশনার, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল জলিল, ক্রিড়া সম্পাদক হাসানুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক সাহাবউদ্দিন, কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান, হারবাং আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম চেয়ারম্যান, বরইতলীর সভাপতি বেলালউদ্দিন, কৈয়ারবিলের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হানু, ফাঁশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার, কাকারার সাধারণ সম্পাদক, সুরাজপুর মানিকপুর সভাপতি বাদল শর্মা, সাধারণ সম্পাদক কাজল মেম্বার, বমুবিলছড়ির সভাপতি জেলা পরিষদ সদস্য অধ্যাপক সোলতান আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চিরিঙ্গার সভাপতি অধ্যক্ষ আবদুল কাইয়ুম, ডুলাহাজারার সভাপতি জামাল হোছাইন, খুটাখালীর সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ, লক্ষ্যারচর ইউনিয়নের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খম আওরঙ্গজেব বুলেট, চিরিঙ্গা আওয়ামীলীগ নেতা আহমদ কবির, পৌর আওয়ামীলীগ নেতা বশির আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন, ছাত্রলীগের সধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠুন। উপজেলা আওয়ামীলীগের ঘোষিত কর্মসূচী গুলো হলো, সকাল ৭টায় কোরআনখানি, দোয়া মাহফিল, সকাল ৮টায় দলীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও ভাষণ প্রচার, ৯টায় আলোচনা সভা, ১১টায় শোকর‌্যালী ও ১টায় কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হবে। একইভাবে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কোরানআনখানি, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ সহ মসজিদ, মন্দির, প্যাগোড়ায় বিশেষ মোনাজাত পালনের সিন্দ্বান্ত নেওয়া হয়। স্ব-ইউনিয়ন কমিটি বর্ধিত সভা ডেকে এসব সিন্দ্বান্ত নেওয়া হবে। এছাড়াও গিয়াস উদ্দিন চৌধুরীকে আহবায়ক, মোক্তার আহমদ চৌধুরীকে যুগ্ম আহবায়ক ও শওকত ওসমান চেয়ারম্যানকে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

পাঠকের মতামত: