কক্সবাজার প্রতিনিধি ::
পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে জাতীয় পর্যায়ে চান্স পেয়েছে কক্সবাজারের ৩ খুদে হাফেজে কুরআন।
জেলা পর্যায়ের অডিশনে প্রথম হয়েছে কক্সবাজার দারুল আরক্বমের ছাত্র আমিনুল্লাহ, দ্বিতীয় দারুল আমান একাডেমীর মোহাম্মদ আবদুল্লাহ এবং কক্সবাজার বদর মোকাম চেমন শামসুন্নাহার হেফজখানার মুহাম্মদ সাবিক তৃতীয় স্থান অর্জন করেছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে কক্সবাজার দারুল আরক্বম মিলনায়তনে জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়।
এতে বিচারক ছিলেন কুরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি হাফেজ ক্বারী মাওলানা শহিদুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা আনোয়ারুল হক। শেষে উত্তীর্ণদের ইয়েসকার্ড প্রদান করা হয়। এ সময় কক্সবাজার দারুল আরক্বমের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজি, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংবাদিক ইমাম খাইর, হাফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদী উপস্থিত ছিলেন।
আগামী ১১ মার্চ জাতীয় পর্যায়ের চূড়ান্ত অডিশনে উত্তীর্ণরা এনটিভির পর্দায় যাওয়ার সুযোগ পাবে। সেখানে বিজয়ী হাফেজকে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় পুরস্কার ২ লাখ, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা নগদ পুরস্কার দেয়া হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী হাফেজদের প্রত্যেককে দেয়া হবে ৫০ হাজার টাকা। অনুর্ধ ১৬ বছরের হাফেজরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ১০ম বারের মতো পিএইচপি গ্রুপ কুরআনের প্রতিভার সন্ধানের আয়োজন করেছে।
পাঠকের মতামত: