চকরিয়া অফিস:
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বার্ষিকী-২০১৮ “অদম্য” প্রকাশনার মোড়ক উম্মোচন ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। ১লা জুলাই সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানা অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, অধ্যাপক সাহাবউদ্দিন, অধ্যাপক পদ্ধলোচন বড়–য়া ও অধ্যাপক সামসুল ইসলাম।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযুগি করার কারণে দেশে এখন শিক্ষার হার বেড়েছে। তিনি শিক্ষার্থীদের আরও বলেন, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দুর থাকবে। পড়ালেখায় মনোযোগি হতে হবে। তোমরাই আগামীদের দিনের ভবিষ্যৎ। সমাজকে সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজারদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
পাঠকের মতামত: