ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ছোট মহেশখালী ইউনিয়নে রিয়ান সিকদার বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী রিয়ান সিকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১০ টি ভোট কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের রিয়ান সিকদার পেয়েছেন মোট ৩ হাজার ৯২৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সিরাজুল মোস্তফা বাশি মিয়া পেয়েছেন ৩ হাজার ৩৪৯ ভোট।
মহেশখালী থেকে সাংবাদিক ইশরাত মুহাম্মদ শাহ জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার ৭ ফেব্রুয়ারী ষষ্ঠ ধাপে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬ জন প্রার্থী। তারা হলেন, এনামুল করিম (নৌকা), রিয়ান সিকদার (মোটর সাইকেল, বিজয়ী), আবদুস সামাদ (আনারস), সিরাজুল মোস্তফা বাশি মিয়া (ঘোড়া), জিহাদ বিন আলী (চশমা) ও সিরাজুল মোস্তফা সিকদার বাশি (সিএনজি)। এ ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে মোট ১৭ হাজার ৫ শত ৬৭ জন ভোটার রয়েছে।

নির্বাচনে ৭ জন ম্যাজিস্ট্রেট, ২ শতাধিক পুলিশ, ৩০ জন র‍্যাব সদস্য, ৩০ জন বিজিবি সদস্য, ১২ জন কোস্ট গার্ড সদস্য, ২ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করেন বলে জানান, মহেশখালীর ওসি ) মোঃ আবদুল হাই (পিপিএম)।

নির্বাচন চলাকালে কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো: আবু সুফিয়ান, মহেশখালীর ইউএনও সহ উর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেন।

পাঠকের মতামত: