ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চৌফলদন্ডী ব্রীজের পাশ্বেই গর্ত : ঝুঁকিতে মানুষ 

এম আবু হেনা সাগর, কক্সবাজার :: উপসড়ক খ্যাত ঈদগাঁও হয়ে চৌফলদন্ডী-কক্স বাজার যাতায়াত সড়কের ব্রীজের পাশ্বেই বড় গর্তের সৃষ্টি। চরম ঝুঁকিতে জনও যানবাহন। যে কোন মুর্হুতে গর্তে পড়ে হতাহত হওয়ার আশংকা প্রকাশ করেছেন পথচারীরা।

দেখা যায়, অল্প সময়ের মধ্যে নানা কাজে কর্মে কক্সবাজার যাওয়ার সহজ উপায় হচ্ছে চৌফল দন্ডী সড়কটি। কিন্তু দৃষ্টিনন্দন এ ব্রীজের একটু আগে বড় গর্তের সৃষ্টি। এই সড়ক দিয়ে টমটম, সিএনজি,অটোরিকসা,নোহা,কারগাড়ীসহ হরেক রকমের যানবাহন সেই সকাল থেকে রাত অবধি পর্যন্ত চলাচল করে থাকে। কোন যাত্রীবাহী যান বাহন অসাবধান: বশত গর্তে পড়লে যাত্রী-চালক গুরুত্বর আহত হওয়ার শংকায় গাড়ী চালকরা।

কদিন পূর্বে দু-সংবাদকর্মী বিশেষ কাজে চৌফল দন্ডী ব্রীজের পাশ্ববর্তী স্থানে গেলেই এমনি দৃশ্য চোখে পড়ে তাদের।

তবে উপস্থিত কজন টমটম চালক জানিয়েছেন, বিগত ৩/৪ মাস ধরে এই গর্তের সৃষ্টি। ঝুঁকিতেই মানুষ। দ্রুত সংস্কারের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

এই ব্যাপারে চৌফলদন্ডী ইউপি সদস্য উছাচিং রাখাইন জানান, ব্রীজের পাশে গর্তটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। সংস্কার দাবী।

পাঠকের মতামত: