ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চারন সাংবাদিক আহমদ হোছাইনের ১৮তম মৃত্যু বার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি ::

মহেশখালীর প্রবীণ লেখক, সাহিত্যিক, গবেষক, ব্যাংকার, শিক্ষক, নাট্যকার ও চারণ সাংবাদিক মরহুম এস এম আহমদ হোছাইনের ১৮ তম মৃত্যু বার্ষিকী আজ। এই দিনে প্রয়াত হন একজন নিভৃতচারী প্রচার বিমূখ লেখক সাংবাদিক এস এম আহমদ হোছাইন। তিনি মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের বাসিন্দা। জীবনের পঞ্চাশ তম বসন্ত কাটানোর অব্যবহিত পূর্বেই তার জীবন প্রদীপ নিভে যায়। কক্সবাজার জেলার সাংবাদিক,সাহিত্যিক ও উপন্যাসিকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম । তিনি লেখালেখির গন্ডিতে জীবনকে থামিয়ে রাখেননি বরং অনগ্রসর শিক্ষা বঞ্চিত এলাকায় শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছেন। তার প্রচেষ্টায় চকরিয়ার বদরখালী এলাকায় আল-আজহার উচ্চ বিদ্যালয় ও বদরখালী সাতডালিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্টিত হয়। বহূমূখী প্রতিভার অধিকারী ও নিরন্তর জীবন সংগ্রামী এই কলম সৈনিক তার রচিত বেশির ভাগ লেখা প্রকাশ করতে পারেননি। তবে তার রচিত কিছু অপ্রকাশিত গ্রন্থের ক্যাটালগ উদ্ধার করা সম্ভব হয়। এর মধ্যে- ১) নেতাজীর রহস্য সন্ধানে ২) নেতাজী জীবিত না মৃত ৩) যদি মনে কিছু না করেন ৪) মুজিব স্মৃতি ৫) জল ভরা মেগ(উপন্যাস) ৬) তলৈ সমাচার (রম্য রচনা) ৭) কারবালা(নাটক) ৮) ঐতিহাসিক ভাষা আন্দোলন ৯) ইনসাইড ইন্ডিয়া টুডে ১০) জননী(কাব্য) ১১) রাহুর কবলে ভ’-ভাস্কর(উপন্যাস) ১২) ছোটদের শহীদ সোহরাওয়ার্দী ১৩) ছোটদের বাংলার বাঘ ফজলুল হক ১৪) আমার লাভলীর প্রথম ভাগ(ছোট গল্প) ১৫) এই সময়ে প্রধানমন্ত্রী হলে ১৬) আমার দেখা রাজনীতির ২১ বছর ১৭) বাংলাদেশের লবণ শিল্প কোন পথে ? এই ছিল এস এম আহমদ হোছাইনের লেখালেখির জগত। তার বহূমূখী প্রতিভার স্ফ’রণ ও পরোপকারীতা এখনো মানুষের মুখে মুখে ফেরে। আজ ১৮ তম মৃত্যুবার্ষিকীতে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

পাঠকের মতামত: