ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চাঞ্চল্যকর তথ্য উখিয়ায় ইয়াবার চালান আটকরা

20134853_1730681140295186_16515571_n_1বিশেষ প্রতিনিধি: 
সাম্প্রতিক সময়ে উখিয়া হাইওয়ে পুলিশের হাতে ইয়াবার বড় চালান আটকের ঘটনা নিয়ে পুলিশ মাঠ পর্যায়ে তদন্ত কাজ শুরু করেছে। ধৃত আসামী মিন্টু আলীর স্বীকারোক্তিতে বেরিয়ে আসছে টেকনাফের ইয়াবা পাচার সম্পৃক্ত রাগব  বোয়ালদের নামসহ আরো অনেক চাঞ্চল্যকর তথ্য।
মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে,গাড়িতে ইয়াবার চালান ভর্তি থেকে শুরু করে হাইওয়ে পুলিশের উদ্ধার কাজ পর্যন্ত যে সমস্ত লোকজনের সাথে ইয়াবা ব্যবসায়ীদের কথোপোকথন হয়েছে সমস্ত তথ্য উদ্ঘাটন করা হচ্ছে। ধৃত আসামী গাড়ীর হেলপার দেলেয়ার হোসেনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ আদালতে প্রেরণ করেছে। গত রোববার ধৃত আসামী মিন্টু আলী কক্সবাজারে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসলু জানান,ইতিমধ্যে বেলাল, তোফাইল,হেফাজ উদ্দিন,আবদু রহমান,হাসান,ইছমাইল,নুর আহামদ সহ বেশ কিছু নাম পাওয়া গেছে। এদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত আসামীদের তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা
হবে।
উল্লেখ্য , গত শনিবার ভোর রাতে টেকনাফ থেকে আসা একটি খালি ট্রাকের পাটাতনের ভিতরে তল্লাশি চালিয়ে বালুখালীস্থ হাইওয়ে পুলিশ ২ লক্ষ ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই ননী বড়ুয়া বাদী হয়ে যশোর সারসা এলাকার মিন্টু আলী, হেলপার দেলেয়ার, তার মামা হামিদ ও টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার জালাল সওদাগরের ছেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবাপাচারকারী হেলাল উদ্দিনসহ ৪ জনকে আসামী করে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

পাঠকের মতামত: