ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম জুনিয়ার ক্রিকেট একাডেমী ৬টি টি-২০ ম্যাচ খেলতে এখন কক্সবাজারে

mail.google.comক্রীড়া প্রতিবেদ ॥

চট্টগ্রাম জুনিয়ার ক্রিকেট একাডেমী কক্সবাজার ক্রিকেট একাডেমীর সাথে টি-২০ ম্যাচ থেলতে কক্সবাজার পৌঁছেছে। কক্সবাজার ক্রিকেট একাডেমী (সিসিএ) এর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ ও কোচ লতিফ উল্লাহ চৌধুরীর আমন্ত্রনে চট্টগ্রাম জুনিয়ার ক্রিকেট একাডেমী ৬ দিনে সফরে কক্সবাজার এসেছে। তারা স্বাগতীকদের সাথে প্রতিদিন ২টি করে মোট ৬টি টি-২০ প্রীতি ম্যাচ খেলবে বলে জানিয়েছেন সিসিএ এর কোচ লতিফ উল্লাহ চৌধুরী। তিনি বলেন, কক্সবাজারের ক্রিকেটারদের অনুশিলনের সুবিধার্থে ও অন্যান্য জেলার সাথে ধারাবাহিক ম্যাচ খেলার অংশ হিসেবে চট্টগ্রামকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সকাল থেকে শহরের গোল চত্ত্বর মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি দু’দলের মাথে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এতে করে কক্সবাজারের ক্রিকেটারদের যেমন অভিজ্ঞতা বাড়বে তেমন চট্টগ্রামের সাথে কক্সবাজার ক্রিকেটের সম্পর্ক আরো দৃড় হবে। জুনিয়ার ক্রিকেট একাডেমীর কক্সবাজার আগমনে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞপন করেছেন সিসিএ কোচ।

পাঠকের মতামত: