প্রেস বিজ্ঞপ্তি : অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যম সাংবাদিকদের সংগঠন এবং বর্তমান সরকারের ডিজিটাল কর্মসূচির রূপকল্প বাস্তবায়নের অগ্রণী সংগঠন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের ্দ্বি-বার্ষিক নির্বাচন গত শনিবার নগরীর এশিয়ান এসআর হোটেল মিলনায়তনে সম্পন্ন হয়।
ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে অনুষ্ঠিত এ নির্বাচনে ফখরুল ইসলাম পরাগ, সৈয়দ শাহাদাৎ হোসেন আশ্রাফ ও মোহাম্মদ ইয়াকুব কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের এ নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি।
সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটান ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে ১৮১জন সদস্যর মধ্যে ১৩৯জন সদস্য সরাসরি অনলাইন ভোট প্রদান করে।
সকালে ভোট কার্যক্রম পরিদশন এবং পর্যবেক্ষণ করেন সাবেক মহিলা কাউন্সিলর ও অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা মিসেস রেখা আলম চৌধুরী, বনপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদা, সহ-সভাপতি বাবুল দাশ, মানবাধিকার সংগঠন আসক ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল করিম সৈকত, চট্টগ্রাম অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সমন্বয়কারী সাংবাদিক বাবুল হোসেন বাবলা প্রমুখ।
ভোট কার্যক্রম শেষে বিকেলে ঘোষিত ফলাফলে গোলাম আকবর চৌধুরী সভাপতি, মুহাম্মদ সুলাইমান মেহেদী হাসান নির্বাহি সভাপতি, সিনিয়র সহ-সভাপতি কাজী মিনহাজ উদ্দিন রুদবী, সহ সভাপতি মোঃ হামিদুর রহমান, মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, সিনিয়র যুগ্মসম্পাদক মন্জুরুল করিম সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তাওহিদ, নেজাম উদ্দিন সোহান, নুরুল কবির দুলাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ, অর্থ সম্পাদক বাবলু বড়–য়া, প্রচার সম্পাদক আবু শাহেদ, সহ-প্রচার গিয়াস উদ্দিন টিটু, দপ্তর সম্পাদক মন্জুর মোরশেদ, মহিলা সম্পাদিকা বিবি ফাতেমা মুনমনু, সমাজ কল্যাণ সম্পাদক মোবারক হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ কাইসার, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ হাবিবুর রহমান, আইন সম্পাদক মোঃ জামাল হোসাইন নির্বাচিত হন।
নির্বাচনে অংশগ্রহণকারী পরাজিত প্রার্থীদেরকে সংগঠনের নিয়মানুযায়ী নির্বাহী সদস্য মনোনীত করা হয়। এ ছাড়াও কেন্দ্রীয় সদস্য সচিব উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।
ফলাফল শেষে নবনির্বাচিত সভাপতি এক প্রতিক্রিয়ায় আগামী ২৮/২৯ তারিখ অভিষেক অনুষ্ঠানের ঘোষণা প্রদান করেন।
পাঠকের মতামত: