চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ বাইতুশ শরফ ইউসিবিএল ব্যাংকের নীচে জিলানী মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড ১২-০৬৬৫) সহ ৩ (তিন) আসামীকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কামরুল ইসলাম (২১) পিতা মৃত মোস্তাক আহম্মেদ, মাতা ফাতেমা বেগম,সাং পুর্ব মরিচ্যা, উখিয়া, কক্সবাজার, ২। আলা উদ্দিন (১৯) পিতা গফুর ড্রাইভার, মাতা মৃত খোরশেদা বেগম, সাং পুর্ব মরিচ্যা, টেকনাফ, কক্সবাজার,৩। আবু তাহের (৩২) ড্রাইভার পিতা মৃত দেওয়ান আলী, মাতা মৃত বিলকিস খাতুন,সাং পুর্ব মরিচ্যা, উখিয়া, কক্সবাজার।
জানা যায়, ৫ মার্চ ২০১৮ ইং দিবাগত রাত ১:৩০মিনিটের সময় মহানগর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিবি বন্দর) মোহাম্মদ শহীদুলাহ পিপিএম এর সার্বিক তত্বাবধান ও দিকনির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান, এএসআই শন্তু শীল,এএসআই দর্পন কুমার চৌধুরী ও সঙ্গীয় ফোর্স সহ গোপস সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ বাইতুশ শরফ ইউসিবিএল ব্যাংকের নীচে জিলানী মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মিনি ট্রাক সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১নং আসামী জানায় যে,সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার টেকনাফ হতে চালকের সহায়তায় নিজ মিনি ট্রাকটি ব্যবহার করে ঢাকা চট্টগ্রামে ইয়াবা সরবরাহ করে। পুলিশের চোখ ফাঁকি দিতে পচা মাছ পরিবহন করত বলে ও তথ্য দেন তিনি।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায় ডিবির জনসংযোগ কর্মকর্তা।
পাঠকের মতামত: