চট্টগ্রাম প্রতিনিধি :
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ জিইসি প্ল্যাস রেষ্টুরেন্টে ঝাকজমকপূর্ণভাবে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অভিষেকের শুরুতে কুরআন তেলাওয়াত করেন, সমিতির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মসদ আজিজুল মান্নান। সংগঠনের সাধারন সাধারন সম্পাদক এম, হামিদ হোছাইন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি লায়ন কমরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, মানবাধিকার কর্মী লায়ন সেতারা গাফ্ফার, উপদেষ্টা আলহাজ¦ মোহাম্মদ রহিম উল্লাহ, আলহাজ¦ আনোয়ার হোসেন কন্ট্রাকটর, সমিতির প্রধান নির্বাচন কমিশনার হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সমিতির সহকারি নির্বাচন কমিশনার এড. ফরিদুল ইসলাম, বাহার উদ্দিন মোহাম্মদ জোবায়ের, সহ সভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম মিনু, কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরে বসবাসরত চকরিয়াবাসীর সুখ দু:খের সাথী হবে চকরিয়া সমিতি। অতীতেও দু:সময়ে সমিতি সবার পাশে ছিল। ভবিষ্যতেও এর ব্যত্যয় হবেনা। সমিতির কার্যক্রম আরো বেগমান ও সুন্দর হওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করে তারা।
পাঠকের মতামত: