চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড হাজিয়ানে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য এবং বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগি আমিনুর রশিদ দুলাল।
শুক্রবার ২৪ফেব্রুয়ারি বিকালে পৌর এলাকার অন্যতম ক্রীড়ানুরাগি নাজমুল হাসান লিটনের সহযোগিতায় আয়োজিত এ শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় ক্রীড়া সংগঠক শের আলম শেরু, স্থানীয় অতিথি, ক্রীড়ানুরাগি, ক্রিকেটপ্রেমি, শুভাকাংখি, শুভানুধ্যায়িসহ সর্বস্তরের দর্শক সাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল বলেছেন, আওয়ামীলীগ সরকারের প্রধান দেশরত্ম শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে বিকশিত করতে বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছেন। সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন জনপদে তারকা খেলোয়াড় তৈরী করতে স্টেডিয়াম নির্মাণ শুরু করেছে। তাই আগামীতে চকরিয়া জনপদ থেকে তারকা খেলোয়াড় তৈরী করতে হলে আমাদেরকে বেশি করে খেলাধুলার প্রতি মনোযুগি হতে হবে। তিনি বলেন, খেলাধুলায় রপ্ত থাকলে কেউ বিপদগামী হয়না। নতুন প্রজন্মকে স্বনির্ভর ও দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও আকৃষ্ট হতে হবে। তিনি উপস্থিত খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার যার যার অবস্থান থেকে খেলাধুলা নিয়ে এগিয়ে যান। একদিন সফলতা আপনার কাছে ধরা দেবে। #
পাঠকের মতামত: