ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযাননে ১ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা

চকরিয়া সিটি হাসপাতাল থেকে ভূয়াঁ ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৬ মে সকালে চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে।  এ সময় সিটি হাসপাতাল থেকে মাইন উদ্দিন নামের এক ভুয়া (এমবিবিএস) চিকিৎসক কে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়েছে । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , আজ  সোমবার  ১৬ মে সকালে চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালিয়ে মাইন উদ্দিন নামে এক ভুয়া  (এমবিবিএস) ডাক্তারকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চকরিয়া সিটি হাসপাতালে সহযোগিতায় ভূয়া ডাক্তার মাইন উদ্দিন দীর্ঘদিন  ধরে মানুষের সাথে প্রতারণা করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাঠকের মতামত: