ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়া সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল কাইয়ূমের রোগ মুক্তি কামনা

চকরিয়া প্রতিনিধি :: চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল কাইয়ূম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তিনি সকলের কাছে দোয়া ছেয়েছেন। আওয়ামীলীগ নেতা ও চকরিয়া সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল কাইয়ূম এর আশু রোগ মুক্তি কামনা করেছেন কক্সবাজার-১, চকরিয়া-পেকুয়া সাংসদ আলহাজ¦ জাফর আলম, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন খালেদ, অধ্যাপক জহির আহমদ, অধ্যাপিকা সাবিনা ইয়াছমিন, অধ্যাপক মনজুর আলম, অধ্যাপক হারুণ ছরওয়ার বাদল, অধ্যাপক সোলতান আহমদ, অধ্যাপক নন্দ দুলাল পাল, অধ্যাপক আবদুল কাদের, অধ্যাপক আবু ওমর মোহাম্মদ আরমান, অধ্যাপক মিল্টন দাশ গুপ্ত, অধ্যাপক শহিদ উদ্দিন, অধ্যাপক অভিদাশ গুপ্ত, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপিকা আফরোজা খানম, অধ্যাপিকা তছলিমা বেগম, প্রদর্শক জেপুলিয়ান দত্ত ও বেলাল উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামত: