ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া সিটি কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া পৌর এলাকার মগবাজারস্থ চকরিয়া সিটি কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার- (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, চকরিয়া পৌর সভার মেয়র আলমগীর চৌধূরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধূরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু এবং জেলা আ’লীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমির চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: