ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের কাজ শুরু

মাতামুহুরী ট্রাজেডিতে দেওয়া আশ্বাসের পূরণ জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

অবশেষে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কক্সবাজারের চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশালায়তনের মাঠটি বালু ফেলে ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে আজ বুধবার দুপুরে বালু ফেলে মাঠ ভরাট (সংস্কার) কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এতে খেলার মাঠ নিয়ে দুশ্চিন্তা দূর হতে চলেছে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাসহ আশপাশের এলাকার ক্ষুদে খেলোয়াড়দের। অপরদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসেম্বলি ক্লাসসহ প্রয়োজনীয় সকল কার্য সম্পাদন করতে পারবে কর্তৃপক্ষও।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হাসান।

উল্লেখ্য, পাইলট উচ্চ বিদ্যালয়ের এই মাঠটি ইতোপূর্বে রাজনৈতিক দলের বড় জনসভা করার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছিল। কিন্তু বিদ্যালয়ের চারপাশের জমিগুলো ভরাট করে সেখানে আবাসিক বহুতল ভবন নির্মিত হওয়ায় মাঝখানের বিদ্যালয় মাঠটি অপেক্ষাকৃত নিচু হয়ে পড়ে। সেখানে বছরের পর বছর ধরে পানি জমে থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঢাবির ক্রীড়া শিক্ষক জালাল উদ্দিন চকরিয়া নিউজকে বলেন, আমাদের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে খেলা ও ব্যবহার অনুপযোগী হয়ে থাকার কারণে বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা তাদের খেলাধুলার চর্চার জন্য মাতামুহুরী নদীর বালুরচরে চলে যেত। এতে নদীর চোরাবালিতে তলিয়ে গিয়ে অনেক শিক্ষার্থী প্রাণও হারিয়েছে। সর্বশেষ কয়েকমাস আগে মাতামুহুরী ট্রাজেডিতে একসঙ্গে পাঁচ শিক্ষার্থী প্রাণ হারায় নদীর চরে ফুটবল খেলতে গিয়ে চোরাবালিতে তলিয়ে গিয়ে।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া নিউজকে বলেন, মাতামুহুরী ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীদের পরিবারকে সমবেদনা জানাতে এসে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠটি সংস্কারপূর্বক খেলার উপযোগী করার আশ্বাস দিয়েছিলেন আমাদের মান্যবর জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অবশেষে মাঠ সংস্কারের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে জেলা প্রশাসক মহোদয় তাঁর দেওয়া আশ্বাস পূরণ করেছেন, এজন্য পৌরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে চকরিয়ার ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান চকরিয়া নিউজকে বলেন, মাতামুহুরী ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীদের পরিবারকে সমবেদনা জানাতে এসে জেলা প্রশাসক মহোদয় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি বালু দিয়ে ভরাট করে খেলার উপযোগী করার আশ্বাস দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় আজ মাঠটি ভরাটসহ প্রয়োজনীয় সংস্কারের কাজ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক।

পাঠকের মতামত: