চকরিয়া অফিস :
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ ১৭ ফেব্রুয়ারি সকাল দশটায় কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি।
অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, কলেজ কমিটির সদস্য ফয়সল চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া। ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাক আহমদ চৌধুরী, ও সাহিত্য-সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, জোট সরকারের আমলে শিক্ষাঙ্গনে বিরাজ করতো অরাজক পরিস্থিতি। লেখাপড়ার বদলে প্রতিনিয়ত ঘটতো খুনের ঘটনা। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই প্রতিটি শিক্ষাঙ্গনে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বিরাজ করে। এখন শিক্ষাঙ্গনে আগের মতো খুনের ঘটনা ও হল দখলের ঘটনা নেই। নিরাপদে লেখাপড়া করছে শিক্ষার্থীরা।
পাঠকের মতামত: