ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ব্লাড ব্যাংকের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

00এম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজার জেলার অন্যতম সংগঠন চকরিয়া ব্লাড ব্যাংকের এক বছর পুর্তি উদযাপন ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী ছিল ১৫নভেম্বর। এদিন চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত এ কর্মসূচীতে ১০০০ জনের অধিক শিক্ষার্থী ও জনগণকে ব্লাড গ্রুপিং নির্ণয় ও পরীক্ষা করা হয়। এরপর দুপুর ১২টায় কলেজ হলরুমে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ওরিয়েনটেশনে উপস্থিত থাকা ব্যাক্তিবর্গ। সিটিজি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এ ক্যাম্পিং আরো উপস্থিত ছিলেন নিশি আক্তার, সূর্য দাস, ইমাম হোসেন, আক্তার হামিদ,রাজীব দাস, মো: কাউছার। এছাড়াও চকরিয়া ব্লাড ব্যাংকের এডমিনদের আদনান রামিম, আদনান ইসলাম, ইমরানুল ইসলাম, জুহি চৌধুরী, মো: জিসান, মো. শামিম, মো. মাঈনুল, মো. আসিফ উপস্থিত ছিলেন । চকরিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা এডমিন ইমরানুল ইসলাম বলেন, এ বছরের ধারাবাহিকতায় প্রতি বছরই এ রকম জনসচেতনতা মূলক কাজ করে দিনটি উদযাপনের চেষ্টা করবো। অনুষ্টানে ক্রেস্ট প্রদান করা হয় চকরিয়ার সেচ্ছাসেবী সংগঠন পিচ ফাইন্ডার, স্বাধীন মঞ্চ, হৃদ স্পন্দন, মহামায়া এবং সিটিজি ব্লাড ব্যাংককে।

পাঠকের মতামত: