ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়া বিএনপি’র ১৪ নেতাকে কারাগারে প্রেরন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::

চকরিয়া উপজেলা বিএনপি’র ১৭ জন নেতা চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব’র আদালতে জামিন চেয়ে আত্মসমর্পন করলে বিচারক ১৭ জনে মধ্যে ৩ জনের জামিন মন্ঞ্জুর করে বাকী ১৪ জনকে জামিন নামন্ঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। ১১ ফেব্রুয়ারি সোমবার সকালে এসব নেতৃবৃন্দ আদালতে আত্মসমর্পণ করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন-কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোশাররফ হোসেন টিটু ও চকরিয়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দীন লাল্টু।বিএনপি নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে দায়েরকৃত চকরিয়া থানার ৪৭/২০১৮ নম্বর ও জিআর ৭৭১/২০১৮ নম্বর মামলায় হাইকোর্ট থেকে গত ১৪ জানুয়ারি ৪ সাপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষে সোমবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করলে শুনানী শেষে বিচারক ৭০ বছর উর্ধ্ব বয়স বিবেচনায় ৩ জন যথাক্রমে আবদুল সালাম, আকবর আহামদ, আবদুস ছোবহানকে জামিন প্রদান করেন। বাকী নেতৃবৃন্দের জামিন নামন্ঞ্জুর করে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। জামিন নামন্ঞ্জুর হওয়া নেতৃবৃন্দ হলেন-চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতলব, সাধারণ সম্পাদক নুরুল আবছার, সিরাজুল ইসলাম, নুরুল আমিন, মোহাম্মদ ইলিয়াস, ফিরোজ আহামদ, মোহাম্মদ মনু, শহীদুল্লাহ, সাইফুল ইসলাম সহ ১৪ জন।

পাঠকের মতামত: