ঢাকা,মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়া বাল্য বিবাহ ঠেকিয়ে দিলেন প্রশাসন

চকরিয়া প্রতিনিধি::47

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পৌরসভার ৬নং ওয়ার্ড বড়ুয়া পাড়ার সারনাত বড়ুয়া মেয়ে সুকর্ণা বড়ুয়ার বাল্য বিয়ে ঠেকিয়ে দিলেন চকরিয়া উপজেলা প্রশাসন, সনাক-টিআইবি ও স্বাধীন মঞ্চ। ২৫এপ্রিল পৌরএলাকায় তার বাড়িতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন।

সচেতন নাগরিক কমিটির সদস্য জিয়াউদ্দিন জানান, গত কয়েকদিন আগে ১৫ বছর বয়সী সুকর্ণার বিয়ে ঠিক করেছে তার মা-বাবা। কিন্তু মেধাবী শিক্ষার্থী সুকর্ণা পড়তে চায়, বিয়ে করতে চায় না। এ খবর ফোনে জানানো হয় চকরিয়া টিআইবি’র এরিয়া ম্যানেজারকে। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন গতকাল বুধবার সকালে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো: দিদারুল আলমকে অবহিত করেন। সহকারি কমিশনার ভূমি সুকর্ণার বাড়িতে গিয়ে জানতে পারে তার বয়স ১৫বছর। সহকারি কমিশনার মো: দিদারুল আলম মেয়েকে নিয়ে বাবা-মাকে তার দপ্তরে আসতে বলেন। বিকেলে সুকর্ণার বাবা-মা মেয়েকে নিয়ে যথারীতি হাজির হন সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে। সহকারি কমিশনার মো: দিদারুল আলম মেয়ের বাবা-মা ও মেয়েকে অত্যন্ত সুন্দরভাবে বাল্য বিয়ের কুফল ও আইন সম্পর্কে বুঝিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। সুকর্ণা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা কিংবা তার বাবা-মা গোপনে তাকে বিয়ে দেয়ার চেষ্টা করছে কিনা তার নিয়মিত খোঁজ-খবর রাখা হবে দায়িত্ব দেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিন এবং সনাক সদস্য জিয়াউদ্দিনকে। ##

পাঠকের মতামত: