ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ার বর্ষিয়ান জামায়াত নেতা মাওলানা মু. ইউনুস এর জানাযায় শোকাহত মানুষের ঢল

চকরিয়া সংবাদদাতা :  হাজরো জনতার অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় নিলেন চকরিয়ার বর্ষিয়াণ রাজনীতিবিদ বাংলাদেশ ইসলামী জামায়াতের সাবেক চকরিয়া ও পেকুয়া উপজেলা আমীর মাওলনা মু. ইউনুস সাহেব।
চকরিয়া ও পেকুয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। গতকাল ২৮ আগষ্ট, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ বুধবার ২৯ আগষ্ট সকাল ৯টায় চকরিয়া পৌর ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর সিকদার পাড়া জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়েছে ।

চকরিয়া ও পেকুয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মরহুম মাওলানা মুহাম্মদ ইউনূস এর নামাজে জানাজায় শোকাহত জনতার উদ্যোশ্যে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা আমীর মৌলানা মোস্তাফিজুর রহমান, জেলা সেক্রেটারি ও কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ, চকরিয়া-পেকুয়া কক্সবাজার-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী একক প্রার্থী আলহাজ্ব আরিফুর রহমান চৌধুরী মানিকসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় জানাযাপূর্ব সমাবেশে মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ, চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা উত্তরের আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণের আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া পৌর জামায়াতের আমীর এডভোকেট আহমদ হোসেন, পেকুয়া উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আযাদ, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুখ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. রবিউল আলম, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র (৩নং ওয়ার্ড কাউন্সিলর) আওয়ামীলীগ নেতা বশিরুল আইয়ুব, মরহুমের শ্যালক ডাঃ আবু মুহাম্মদ শামসুদ্দিন ও বড় ছেলে মো. মামুন প্রমুখ।
নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান।
জানাযায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি শামশুল আলম বাহাদুর, তারবিয়ত সেক্রেটারি মাওলানা মুফতি মুহাম্মদ হাবিব উল্লাহ, জেলা জামায়াত নেতা আবুহেনা মোস্তফা কামাল, মো. আখতার আহমদ এম.এ, চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযাহারী, চুনতী মহিলা কলেজের অধ্যক্ষ আবু নাঈম আযাদ, চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জি.এম আশেক উল্লাহ, জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা উত্তরের সেক্রেটারি মাওলানা রশিদুর রহমান, দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, চকরিয়া পৌর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহ, পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, হারবাং ইউপির একাধিকবারের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিশিষ্ট সমাজসেবক ব্যাংকার আরিফুল কবির, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোবারক হোসাইন, চকরিয়া শহরের সভাপতি মো. জুনাইদ প্রমুখ ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ। জানাযা শেষে সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুম মাওলানা মুহাম্মদ ইউনুসের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
এদিকে বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ বদরখালী আজমনগর মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ইউনুসের ইন্তিকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, চকরিয়া-পেকুয়া অবিভক্ত উপজেলা জামায়াতের দায়িত্বপালনকারী সাবেক আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ ইউনুস (৭০) মঙ্গলবার ২৮আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ৬ মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ছিল। মরহুম মাওলানার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের শোকের নেমে আসে। একইদিন সন্ধ্যায় মাওলানা ইউনুসের মৃতদেহ চকরিয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড দক্ষিণ লক্ষ্যারচর ফুলতলাস্থ নিজ বাড়িতে এসে পৌঁছালে নেতাকর্মীরা ভিড় জমায়।মাওলানা মুহাম্মদ ইউনূস এর জানাযায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান। জানাযায় স্থানীয়সহ বিভিন্ন এলাকা হতে আগত ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন।নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
সেই সাথে মরহুমের নেক আমলসমূহ কবুলিয়াতের মাধ্যমে জান্নাতের সবোর্চ্চ মকাম দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
মাওলানা মুহাম্মদ ইউনুস ২৮ আগস্ট বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার স্ত্রী ২ পুত্র ও ৬ কন্যা সন্তান ছিল।

বর্ষিয়াণ জামায়াত নেতা মাওলানা মু. ইউনুসের ইন্তিকালে ছাত্রশিবিরের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহত্তর চকরিয়া (অবিভক্ত চকরিয়া ও পেকুয়া উপজেলা) শাখার সাবেক আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ইউনুসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।
ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা রবিউল আলম ও জেলা সেক্রেটারি মোবারক হোসাইন বিবৃতিতে বলেন- মাওলানা মুহাম্মদ ইউনুস ছিলেন একজন বর্ষিয়াণ রাজনীতিবিদ, প্রখ্যাত আলেমেদ্বীন ও দক্ষ সংগঠক।
তিনি অবিভক্ত চকরিয়া ও পেকুয়া উপজেলার সাবেক আমীর। তাঁর ইন্তেকালে চকরিয়া ও পেকুয়াবাসী এক দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
মহান আল্লাহ তায়ালার দরবারে কামনা করি, তিনি যেন মরহুম মাওলানা মুহাম্মদ ইউনুসকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন। আমিন।

মাওলানা মু. ইউনুসের মৃত্যুতে জামায়াতের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া ও পেকুয়া উপজেলার সাবেক আমীর বর্তমান চকরিয়া সভা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মাওলানা মুহাম্মদ ইউনুসের মৃত্যুতে শোক প্রকাশ করছেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, চকরিয়া পৌরসভা আমীর অ্যাড. আহমদ হোছাইন, নায়েবে আমীর মু. হেদায়ত উল্লাহ, চকরিয়া উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, চকরিয়া দক্ষিণ আমীর মোজাম্মেল হক।
নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
সেই সাথে মরহুমের নেক আমলসমূহ কবুলিয়াতের মাধ্যমে জান্নাতের সবোর্চ্চ মকাম দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
মাওলানা মুহাম্মদ ইউনুস ২৮ আগস্ট বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার স্ত্রী ২ পুত্র ও ৬ কন্যা সন্তান ছিল।
২৯ আগস্ট বুধবার সকাল ৯ টায় দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: