ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদকে অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ চকরিয়া প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির চকরিয়া উপজেলা শাথার সভাপতি ও চকরিয়া নিউজের সম্পাদক জহিরুল ইসলাম, জেলা শাখার সভাপতি আনছার হোসেন ও সাধারণ সম্পাদক ইমাম খাইর।
অভিনন্দন বার্তায় তারা বলেন, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায় ও প্রতিষ্ঠার ক্ষেত্রে চকরিয়া প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব বলিষ্ট ভুমিকা রাখবে। বিশেষ করে সংবাদকর্মীদের সুচিন্তিত ভোটে আব্দুল মজিদ সভাপতি নির্বাচিত চকরিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক কাজে আরো গতি পাবে বলে তারা আশা করেন।
বিবৃতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যারা হেরেছেন তাদের প্রতিও সহমর্মিতা জানানো হয়েছে। একই সাথে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকারী পরিষদের নির্বাচনে অন্যান্য বিজয়ীদের প্রতিও শুভেচ্ছা জানান সাংবাদিক নেতাদ্বয়। তারা নতুন নেতৃত্বের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

পাঠকের মতামত: