ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌর কাউন্সিলর অপহরণ মামলার দুই আসামী গ্রেফতার

atok,বিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলামকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত আসামী নুরুল ইসলাম বাপ্পীকে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ৭অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য লামা উপজেলার ইয়াংছা থেকে আটক করে পুলিশ। ধৃত আসামী বাপ্পী চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে বর্তমানে লামার ইয়াংছায় বসবাস করে। ইতিপূর্বে ওই মামলার অপর আসামী মো: রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কামরুল আজম জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৌর কাউন্সিলর নজরুল ইসলামকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিয়া উদ্দিন বাবলু’র নেতৃত্বে অপহরণ করে একদল দূর্বৃত্ত। এঘটনায় সে বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮জন দেখিয়ে পরদিন ২৯ সেপ্টেম্বর একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলায় অভিযুক্ত আসামী নুরুল ইসলাম বাপ্পীকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গতকাল ৮অক্টোবর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে একই মামলার অপর আসামী পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজপানখালী গ্রামের নজীর আহমদের পুত্র মো: রাসেলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে রিমান্ডে আনতে পারে।

পাঠকের মতামত: