ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

chakaria-picture-03-11-16এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে চার জাতীয় নেতা ও ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সড়কের ভরামুহুরীস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকউদ্দিন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পষিদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, বাঙ্গালী জাতির সাহস আর অনুপ্রেরণার ঠিকানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর সেইদিন সারাদেশের মানুষ যখন শোকে মুহ্যমান তখনই দেশীয় দোসরদের সহযোগিতায় স্বাধীনতা বিরোধী ঘাতকরা কারাগারে ঢুকে মুক্তিযুদ্ধের বীর সেনানী এই চার নেতাকে হত্যা করে। রাষ্ট্র ক্ষমতার লোভে ও দেশের অর্জিত স্বাধীনতা ভুলন্ডিত করতে জাতির পিতার অন্যতম ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ঘাতকরা সেইদিন বাঙ্গালী জাতিকে আরেকবার অভিভাবক শুন্য করে। কিন্তু তাদের সেই আশা পুরণ হতে দেয়নি বিক্ষুদ্ধ বাঙ্গালি জাতি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম বলেন, দেশের বিরাজমান পরিস্থিতি মোকাবেলা করে জাতির পিতার সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনা দেশে ফিরে সেইদিন ঘাত-প্রতিঘাতে ক্ষতবিক্ষত বাঙ্গালি জাতিকে বুকে আগলে নেয়। সেই থেকে আজো বঙ্গকন্যা শেখ হাসিনা দেশকে ঘুরে দাঁড়াতে দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী চক্রের নানা অপতৎপরতা রুখে দিয়ে দেশরত্ম শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। দেশের মানুষ সামগ্রিক অর্থে স্বাবলম্বি হচ্ছে। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার অনন্য অবদানের কারনে বাংলাদেশ এখন বিশ্বদরবারে একটি মডেল রাষ্ট্র হিসেবে নিজেকে বিকশিত করতে পেরেছে।

অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মোহাম্মদ মিতুন, জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী সাংগঠনিক আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। এসময় আরো বক্তব্য রাখেন, চকরিয়া পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক, আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, রতন কুমার সুশীল, সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, প্রচার সম্পাদক আরিফ মঈনুদ্দিন রাসেল, উপ-প্রচার সম্পাদক আবুল হাসেম, উপ-দপ্তর সম্পাদক বশির আলম, আইন বিষয়ক সম্পাদক এসএম সোলতান আহমদ, এডভোকেট ওমর ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা, শ্রম সম্পাদক মোজাম্মেল, কোষাধ্যক্ষ আলফাজ উদ্দিন শরীফ, সদস্য রশিদ আহমদ, সাহাবউদ্দিন টিংকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবু মেম্বার, কবির হোসেন, মো: জকরিয়া, গণি মোছাদ্দেক, গিয়াস উদ্দিন, নুরুর আমিন টিপু।

উপস্থিত ছিলেন পৌরসভার ১নম্বর ওয়ার্ড সভাপতি মাষ্টার কবির হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার, ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর বশিরুল আইয়ুব, ৪নম্বর ওয়ার্ড ভারপ্রাপ্ত সম্পাদক ইমাম হোসেন ইমু, সাবেক সম্পাদক মো: ইছহাক, ৫নম্বর ওয়ার্ড সভাপতি সিকান্দার বাদশা নাগু সওদাগর, সম্পাদক জমির উদ্দিন, ৬নম্বর ওয়ার্ড সভাপতি মনিরুল হক, সম্পাদক জয়নাল আবেদীন, ৭নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক জামাল উদ্দিন কাউন্সিলর, ৯নম্বর হুমায়ুন কবির কমিশনার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজনু, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল, সাইফুল ইসলাম, নুরুল কবির, মীর কাসেম, পারবেজ, আবুল হাসেম, হেলাল উদ্দিন, মো: ইউনুছ, সরওয়ার কামাল, মিজানুর রহমান, ফরিদুল আলম, মো: ইলিয়াছ, নাছির উদ্দিন। সভার শুরুতে জাতীয় চারনেতা ও স্বৈরচার এরশাদ বিরোধী আন্দোলনে চকরিয়ার রাজপথে থাকা সাবেক ছাত্রলীগ নেতা নিপু বড়–য়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও একমিনিট নিরবতা পালন করা হয়। ##

পাঠকের মতামত: