ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্টিত

zzz

চকরিয়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, আমির হোসেন আমু, সেকান্দর বাদশা নাগু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী এবং ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। #

পাঠকের মতামত: