এম.জিয়াবুল হক, চকরিয়া :: সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে গরীব, দিনমুজুর শ্রমজীবি শ্রেণীর ২৪০০ পরিবার পেয়েছেন ১০ টাকার বিশেষ ওএমএস কার্ড। রবিবার (৩মে) চকরিয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডে উপহারভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে।
চকরিয়া পৌরসভার আলাদা পয়েন্টে কার্ড বিতরণ শেষে উপহারভোগী পরিবারের মাঝে মাসিক ২০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওএমএস কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, করোনা সংক্রমণের দুর্দিনে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের গরীব মানুষের জন্য বিশেষ উপহার হিসেবে ওএমএস কার্যক্রম বা খাদ্য বান্ধব কর্মসুচি চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই আলোকে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে যাছাই বাছাইয়ের মাধ্যমে ওএমএস কার্যক্রমের আওতায় জীবিকা হারানো গরীব, হতদরিদ্র দিনমুজুর শ্রমজীবি শ্রেণীর ২৪০০ গরীব পরিবারকে উপকারভোগী নির্বাচিত করা হয়।
মেয়র বলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তার মনিটরিংয়ের মাধ্যমে রবিবার (৩ মে) থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে উপকারভোগী গরীব দিনমুজুর শ্রমজীবি এবং অচ্ছ্বল পরিবারের গুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ওএমএস কার্ড বিতরণ করা হচ্ছে। এদিন থেকে প্রতি কেজি ১০ টাকা দামে প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়েছে।
মেয়র আলমগীর চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে চকরিয়া পৌরসভার ২৪০০ পরিবারকে উপকারভোগী নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে সরকারি অনুমোদন সাপেক্ষে বাদ পড়া গরীব ও দিনমুজুর শ্রেণীর পরিবারকে খাদ্য বান্ধব কর্মসুচিতে সম্পৃক্ত করা হবে।
পাঠকের মতামত: