ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভায় বিশ্বব্যাংক-এমজিএসপি প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরির্দশন শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের মতবিনিময়

চকরিয়া পৌরসভার সাথে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সভায় বক্তব্য দিচ্ছেন মেয়র আলমগীর চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের অধীনে চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরির্দশন করেছেন বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। গতকাল সোমবার সকালে প্রতিনিধি দলটি চকরিয়া পৌরসভা মিলনায়তনে পৌঁছলে পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে স্বাগত জানান। এরপর প্রতিনিধি দলের সদস্যরা চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরির্দশন করেছেন।

পরিদর্শন শেষে চকরিয়া পৌরসভার সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি দলের সাথে চকরিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্বব্যাংকের ট্রাস্ট টিম লিডার কোবেনার, এমজিএসপি প্রকল্পের ডিপিডি মনজুর আলী, বিশ্বব্যাংকের প্রকৌশলী শিয়াব, প্রকৌশলী সামিরা, প্রকৌশলী মো.আখতারুজ্জামান, এমজিএসপি প্রকল্পের প্রকৌশলী আশফাকুল জলিল। বক্তব্য দেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মছুদুল হক মধু, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, ৪,৫,৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকুমনি, ৭,৮,৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চকরিয়া পৌরসভার প্রকৌশলী মুজিবুল হক, সহকারি প্রকৌশলী মৃণাল কান্তি ধর, এমজিএসপি প্রকল্পের সাইড প্রকৌশলী মাহবুবুর রাহমান। সভায় পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার ও সুধীজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: