এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরশহরে আবারও অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে আদালতের অভিযানে শহরের ফুটপাতে ভাসমান দোকান বসিয়ে বেচাকেনা ও সিএনজি অটোরিক্সা গাড়ির অবৈধ পার্কিংয়ে যানজট সৃষ্টির দায়ে ১০জনকে আটক করেছে আদালত। এসময় দোকানদারসহ বিভিন্নজনের কাছ থেকে ২৫হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। তিনি বলেন, প্রশাসনের সর্তকতা জারির পরও চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা-সোসাইটি পুরাতন বাস টার্মিনাল এলাকায় ফের ভাসমান দোকান বসিয়ে বেচাকেনা ও সড়কের উপর যানবাহন থামিয়ে রেখে যানজট সৃষ্টি করা হচ্ছিল।
বিষয়টি জানতে পেরে বুধবার বিকালে অভিযান চালিয়ে ভাসমান ফলের দোকানদার, কাপড় ব্যবসায়ী, সিএনজি চালকসহ ১০ জনকে আটক করা হয়েছে। এসময় বিভিন্নজনের কাছ থেকে আদালত ২৫হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছে।
ইউএনও শিবলী নোমান বলেন, অবৈধ পার্কিং, যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্ন চকরিয়া গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
পাঠকের মতামত: