ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া পৌরশহরে প্রশাসনের অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন, থানার ওসি মোঃ মঞ্জুর কাদের ভুইয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মাসউদ মোর্শেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ,চকরিয়া প্রেস ইউনিটির সভাপতি এইচ এম রুহুল কাদের, নিসচা সভাপতি সোহেল মাহমুদ প্রমূখ। অভিযানকালে প্রায় দুই শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত বসিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রশাসনের অভিযানকে ধন্যবাদ জানিয়ে যানজট মুক্ত রাখতে তা অব্যাহত রাখার আহবান জানান সচেতন মহল । পৌর শহরকে যানজটমুক্ত রাখতে অভিযান ও টহল অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ফখরুল ইসলাম।

পাঠকের মতামত: