ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌরশহরে পরিবহন কাউন্টার: বক্স রোডে গাড়ি দাঁড়ানো বন্ধ ও ফুটপাতে হকার বসা যাবেনা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া পৌরশহরের চিরিংগা-সোসাইটি এলাকার যানযট নিরসনে জন্য যাত্রীবাহি পরিবহন বিশেষ করে সৌদিয়া, এসআলম, শ্যামলী, হানিফ, সেন্টমার্টিন, এনা পরিবহন বাস কাউন্টার ও মাইক্রোসহ সিএনজি, টমটম লাইন পরিচালনাকারী মালিক-শ্রমিকদের সাথে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ট্রাফিক পুলিশের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ সেলিম, চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম। মতবিনিময় সভায় বিভিন্ন বাস কাউন্টার প্রতিনিধি ও মাইক্রোসহ সিএনজি, টমটম লাইন পরিচালনাকারী মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সিদ্বান্তের আলোকে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী জানিয়েছেন, চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটির যানজট নিরসনকল্পে প্রতিদিন চিরিঙ্গা বাসস্টেশনস্থ পুরাতন এস আলম কাউন্টার এবং আশপাশের সৌদিয়া, শ্যামলী,হানিফ, সেন্টমার্টিন, এনা,এই সব গাড়ি বিকাল ৫ টা পর্যন্ত কাউন্টার বন্ধ থাকবে। এছাড়া বক্স রোড় অর্থাৎ এনসিসি ব্যাংক হতে থানা রাস্তা মাথা পর্যন্ত কোন ধরণের গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। আর মার্কেট মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যার যার মার্কেটে সামনে কোন হকার বসানো যাবে না। পৌরসভা থেকে মার্কেটের সামনে ফুটপাতে হকার বসাতে কাউকে কোন প্রকার ইজারা দেয়া হয়নি।

মেয়র আলমগীর চৌধুরী বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিগত সভায় মাননীয় এমপি মহোদয় চিরিংগা প্রধান সড়কে জনগণের চলাচলে দূর্ভোগ লাগবে চিরিংগা ষ্টেশনে সকল দূর পাল্লার বাস কাউন্টার সমূহ শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে বাধ্যতামূলক স্হানান্তরের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।এছাড়া সকল শাখা রোড় সমূহের সিএনজি,টমটম,ছারপোকা গাড়ি ষ্ট্যাণ্ড সমূহ জমজম হাসপাতালের সামনে এবং থানা রাস্তার মাথায় স্হানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়ছে। ইতিমধ্যে আমরা উপজেলা ও থানা প্রশাসনসহ বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দূরপাল্লার কাউন্টার বন্ধে শাখার রোড় সমূহ স্টেন্ড সরানো এবং ফুটপাট হতে হকার উচ্ছেদ করেছি।

চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত রাখতে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।আপনাদের মাধ্যমে যানযট মুক্ত চকরিয়া গড়ে উঠবে ইনশাআল্লাহ।##

পাঠকের মতামত: