ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়া হবে অর্থনৈতিক অঞ্চল: নতুন জেলা পাবে চকরিয়াবাসি -এমপি জাফর আলম

এম.জিয়াবুল হক, চকরিয়া ::   একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এতদাঞ্চলের গণমানুষের নেতা চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধিত করেছে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ। গতকাল বৃহস্পতিবার ১৭ জানুয়ারী বিকালে চকরিয়া বিমানবন্দর বিজয়মঞ্চ মিলনায়নে সংবর্ধনা সমাবেশটি আয়োজন করা হয়। দুপুর দুইটার পর চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিছিলে মিছিলে সংবর্ধনা সমাবেশে এসে উপস্থিত হন। পাশাপাশি চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও দলের নেতাকর্মীরা বিজয় মঞ্চ মাঠে সমবেত হয়ে নবনির্বাচিত সাংসদ আলহাজ জাফর আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.নুরুল আবছার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, এসএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা দুবাই, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি তপন কান্তি দাশ, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আবু তালেব, বশির আহমদ, আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম লিটন, ফরিদুল ইসলাম, চকরিয়া পৌরসভা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, সহ-সভাপতি কাউন্সিলর মুজিবুল হক মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, সি যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন শান্ত, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের আইন সম্পাদক সোলতান আহমদ, প্রচার সম্পাদক আরিফ মাঈন উদ্দিন রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক শের আলম শেরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, কৃষি সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক বশিরুল আলম, উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বন ও পরিবেশ সম্পাদক বাবুল বড়–য়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জমির উদ্দিন বাবলু।

সমাবেশে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য ফরিদুল ইসলাম বিএ, মিফতাব উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, কবির হোসেন, রোস্তম আলী, জয়নাল আবেদিন, সুমন কান্তি সুশীল, কবিরাজ আলহাজ ফজল করিম চৌধুরী, আবু তাহের মেম্বার, সাকের মেম্বার, ফজল কাদের, মোহাম্মদ জকরিয়া, মুবিনুল ইসলাম নওশাদ, রশিদ আহমদ, মোহাম্মদ এহেছান, নুরুল আমিন টিপু, তাজুল ইসলাম, জালাল উদ্দিন, পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সভাপতি মাস্টার কবির হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার ২নম্বর ওয়ার্ডের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সফুর আলম, ৪নম্বর ওয়ার্ডের সভাপতি ডা.রতন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ৫নম্বর ওয়ার্ডের সভাপতি সেকান্দর বাদশা নাগু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৭নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর জামাল উদ্দিন, ৮নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাদ্দাম হোসেন মিঠু, চকরিয়া পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৬নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক আবু তালেব, ৪নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রামনাথ দাশ, বিপ্লব দাশ গুপ্ত ছোটন ও পরেশ দাশগুপ্ত সহ উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সমাবেশে নবনির্বাচিত এমপি জাফর আলম বলেছেন, স্বাধীনতার ৪৫ বছর পর চকরিয়া-পেকুয়ার মানুষ মমতাময়ী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন। নৌকাকে বিজয়ী করেছেন। নির্বাচনী প্রচারনার সময় আমি কথা দিয়েছিলাম, ইনশাল্লাহ জনগনের ভোটে বিজয়ী হলে চকরিয়া-পেকুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে আগামী পাঁচবছরে দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো। সংগ্রামী চকরিয়া-পেকুয়াবাসির সহায়তা ও দোয়া থাকলে আমি সেটি করবো।

তিনি বলেন, চকরিয়া পৌরসভার জনগনকে যানজটমুক্ত স্বপ্নের মেগাসিটি উপহার দিতে ইতোমধ্যে পরিকল্পিত উন্নয়ন কর্মকা- শুরু করা হয়েছে। এবছরের মধ্যে চকরিয়া শহরের চিরিঙ্গা সেতু থেকে ভেন্ডিবাজার পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় আধুনিকমানের ফ্লাইওভার (উড়াল সড়ক) নির্মাণ দেখতে শুরু করবে পৌরবাসি। মাতামুহুরী নদীর চিরিঙ্গা সেতুটি নতুনভাবে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। চকরিয়া পৌরসভা স্বপ্নের মেগাসিটিতে উন্নীত করতে যা কিছু করা দরকার সবকিছু করবো ইনশাল্লাহ।

সাংসদ জাফর আলম বলেন, বিএনপি জোট সরকার আমলে চকরিয়াকে জেলা ঘোষনার দাবি জানিয়েছিলেন জনগন। কিন্তু তাঁরা সেটি দেখাতে পারেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি, শেখ হাসিনা যেমন উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে সফলতা পর্যন্ত অবিচল থাকেন, তেমনি আমিও কাজ শেষ না পর্যন্ত পিছু ছাড়িনা। চকরিয়াবাসিকে কথা দিচ্ছি, আপনাদের সেই দাবি বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় চকরিয়াকে জেলায় উন্নীত করে জনগনের মর্যাদা বাড়াতে কাজ করবো।

তবে উন্নয়নের জন্য তিনি চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। ওইসময় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, সবার আমলনামা দলের সভানেত্রীর টেবিলে যাচ্ছে। তাই দলের প্রতি আনুগত্য হউন, নেতাকর্মীদের বুকে আগলে রাখুন। মুলত উপজেলা নির্বাচনে নেতাকর্মীদের কাছে পছন্দ, তৃনমুল এ্ং দলের মধ্যে জনপ্রিয়তা আছে ও ত্যাগীরাই প্রাধান্য পাবেন। ##

পাঠকের মতামত: