ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চকরিয়া-পেকুয়া আসনে ভোটের মাঠে নারী প্রার্থী জাতীয় পাটির হোসনে আরা আরজু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকছেন একমাত্র নারী প্রার্থী জাতীয় পাটির হোসনে আরা আরজু। গতকাল রোববার যাছাই বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি ও জাতীয় পাটির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ এর সহধর্মিণী হোসনে আরা আরজু আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজার ১ আসনে দলীয় প্রার্থী হওয়ায় জাতীয় পাটি চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক থানা ও চকরিয়া পৌরসভা কমিটির সর্বস্থরের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে।

আজ রোববার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান কতৃক এমপি পদপ্রার্থী হোসনে আরা আরজুর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় জাতীয় পাটির নেতাকর্মীরা আরও বেশি উৎফুল্ল হয়েছে। ইতোমধ্যে জাতীয় পাটির (এরশাদ) সংসদীয় মনোনয়ন বোর্ড কতৃক হোসনে আরা আরজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
এখন চকরিয়া পেকুয়া আসনের নির্বাচনী মাঠে জাতীয় পাটির নেতাকর্মীরা লাঙ্গল প্রতীকের এমপি পদপ্রার্থী হোসনে আরা আরজুকে নতুন করে ভোটযুদ্ধে নামার সার্বিক প্রস্তুতিও নিচ্ছেন। সেইলক্ষ্যে মাঠে কাজ শুরু করেছেন জাতীয় পাটির বিভিন্ন ইউনিট কমিটি।

জানতে চাইলে জাতীয় পাটির চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বিগত সময়ে চকরিয়া পেকুয়া উপজেলায় অভুতপুর্ব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। বিশেষ করে তিনি দুই উপজেলার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানকে অবকাঠামোগত উন্নয়নে ঢেলে সাজিয়েছেন। হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির ভালো কাজের মুল্যায়ন হিসেবে এবার চকরিয়া পেকুয়াবাসি তাঁর সহধর্মিণী হোসনে আরা আরজুকে বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি।

আজ রোববার ৩ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই বাছাইকালে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় শোকরিয়া জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের এমপি পদপ্রার্থী হোসনে আরা আরজু। তিনি তাঁর স্বামী চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ এর মতো চকরিয়া পেকুয়াবাসির সেবা করার ব্রত নিয়ে আগামী দিনে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এমপি পদপ্রার্থী হোসনে আরা আরজু সকলের দোয়া, সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত: