ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

 চকরিয়া-পেকুয়া আসনে জামানত হারালো ছয় প্রার্থী

এম.মনছুর আলম, চকরিয়া ::

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ তথা মহাজোটের প্রার্থী আলহাজ্ব জাফর আলম নৌকা প্রতিক নিয়ে ২ লাখ ৭৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্ত্রী বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ। তিনি একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ হাজার ৬০১ ভোট। রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থী হয়ে এ আসনে ভোট করা অপর ছয় প্রার্থী প্রাপ্ত ভোটের চেয়ে আনুপাতিক হারে তাদের ভোট কম হওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চকরিয়া-পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, কক্সবাজার-১ আসনে ৩ লাখ ৯০ হাজার ৮২৯ ভোটার ১৩৯টি কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন ৩ লাখ ৩৬ হাজার ২৪১জন ভোটার। প্রয়োগ হওয়া ভোটের মধ্যে ত্রুটি-বিচ্যুতির কারণে বাতিল হয়েছে ৪ হাজার ৩২৯ ভোট। প্রয়োগ অপর ভোটের মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী জাফর আলম পেয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮৫৬ ভোট। ধানের শীষ নিয়ে হাসিনা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৬০১ ভোট।

জামানত বাজেয়াপ্ত হওয়া ছয় প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমান সংসদ সদস্য হাজী মো.ইলিয়াছ লাঙ্গন প্রতিক নিয়ে পেয়েছেন ২৩১ ভোট, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী আবু মো.বশিরুল আলম হাতুড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৪২৫ ভোট, ইসলামী আন্দোলনের আলী আজগর হাত পাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৫২২ ভোট, মুসলিমলীগের মো.ফয়সাল হারিকেন প্রতিক নিয়ে পেয়েছেন ৭০ভোট, স্বতন্ত্র প্রার্থী তানিয়া আফরিন মটরগাড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ২১৮ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী বদিউল আলম সিংহ প্রতিক নিয়ে ৮৯ ভোট পেয়েছেন। বিজয়ী জাফর আলম ( নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী তানিয়া আফরিন (মটরগাড়ি) সম্পর্কে বাবা-মেয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির সংসদ সদস্য মো.ইলিয়াছ আগেই মহাজোট প্রার্থী জাফর আলমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনিসহ ২ স্বতন্ত্র প্রার্থী তানিয়া আফরিন ও বদিউল আলম কোন ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেননি। এমনকি তারা কোন পোস্টার-ব্যানারও ছাপাননি। অপর পাঁচ প্রার্থী পোস্টার টাঙ্গানোসহ নানভাবে প্রচার-প্রচারণা চালান।

চকরিয়া সরকারী রিটার্নিং অফিসার (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, এই উপজেলায় ৯৯টি কেন্দ্রের মধ্যে নৌকার প্রার্থী জাফর আলম পেয়েছেন ২ লাখ ১৮ হাজার ৩৩৯ ভোট। প্রতিদ্বন্দ্বী ধানের শীষের হাসিনা আহমেদ পেয়েছেন ২৯ হাজার ২৪৮ ভোট।

পেকুয়ার সরকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মো.মাহাবুব-উল করিম বলেন, এ উপজেলায় ৪০টি কেন্দ্রের মধ্যে নৌকার প্রতিকের প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫৫ হাজার ৫১৭ ভোট। ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৩৫৩ ভোট। দুই উপজেলা সহকারী রিটার্নিং অফিসারদ্বয় জানান, একাধিক ব্যালেটে দুই প্রতিকে ও নানা ত্রুটি-বিচ্যুতিপূর্ণ সীল মারার কারণে বাতিল হয়েছে ৪ হাজার ৩২৯ ভোট।

পাঠকের মতামত: