ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়া আসনের নৌকা প্রার্থী সালাহউদ্দীন আহমদ আমি ঋণ খেলাপি না 

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের জাতীয় সংসদ পদপ্রার্থী সালাহ উদ্দীন আহমদ বলেছেন, আমি ঋণ খেলাপি না। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাউদ্দিন এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের সামনে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি নির্বাচন কমিশন বারবার অবহিত করার পরও অদৃশ্য কারণে আমার মনোনয়ন পত্রটি বাতিল করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এই আদেশ দ্বারা শুধু আমাকে নয় চকরিয়া-পেকুয়া সর্বস্তরের জনগণের প্রতি চরম অবিচার করা হলো। এই অবিচারের প্রতিকার পাওয়ার জন্য আমি সর্বোচ্চ আদালতে আইনী লড়াই চালিয়ে যাব।

চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি আমার বিনীত অনুরোধ, কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, আমার উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।

পাঠকের মতামত: