ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়ার ৪৪ জন নারী-পুরুষ প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ৪৪জন দরিদ্র ব্যক্তি চিকিৎসা সহায়তার টাকা পেয়েছেন। চকরিয়া ও পেকুয়ার অসহায়, দরিদ্র ও পঙ্গুত্ব বরণ করা ৪৪ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ২১ লক্ষ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

চকরিয়ার বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণারে এসব অনুদানের চেক বিতরণ করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

জানা যায়, গত সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ পর্যন্ত চকরিয়া ও পেকুয়া উপজেলার তিন শতাধিক অসুস্থ, পক্ষাঘাতগ্রস্তসহ দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় চার কোটি টাকা অনুদান দেয়া হয়। তন্মধ্যে সন্ত্রাসী কর্তৃক ডান হাতের কব্জি হারানো একজনকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্রও দেয়া হয়েছে। মূলত স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের বিশেষ সুপারিশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বরাদ্দ দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত: