ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়ার ১৬ ইউনিয়নে ভোট ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক :: আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়নে ভোট হবে।

ইউনিয়নগুলো হলো, চকরিয়ার বদরখালী, ভেওলা-মানিকচর, পূর্ব বড়ভেওলা, কৈয়ারবিল, সাহারবিল, পশ্চিম বড়ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, লক্ষ্যাচর ও কাকারা এবং পেকুয়া উপজেলার বারবাকিয়া, উজানটিয়া, মগনামা, পেকুয়া সদর, রাজাখালী ও শীলখালী।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।

পাঠকের মতামত: