ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়ার একঝাঁক তরুণ সংবাদ কর্মী বুনিয়াদী প্রশিক্ষণ নিতে ঢাকায়

এম.মনছুর আলম,ঢাকা থেকেঃ
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার একঝাঁক তরুণ সংবাদ কর্মী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) উদ্যোগে বুনিয়দী প্রশিক্ষণ নিতে ঢাকায় অবস্থান করেছেন। গতকাল ১২মার্চ রবিবার রাত্রে সংবাদ কর্মীরা ঢাকার উদ্যোশে রাওয়ানা দেন। ১৩মার্চ সোমবার সকাল ৮টার দিকে ঢাকায় পৌছে গেছেন প্রতিভাবান তরুণ এ সংবাদ কর্মীরা।
সুত্রে জানায়, মফস্মল এলাকায় সংবাদের গুরুত্বপূূর্ণ অবদান রাখতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সার্বিক তত্বাবধানে মাঠ পর্যায়ের সংবাদ কর্মীদের নিয়ে বুনিয়দী প্রশিক্ষণ দেয়া হয়। তারই আলোকে প্রেস ইনস্টিটিউটের কর্মকর্তাদের আহ্বানে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ১৪জন তরুণ সংবাদ কর্মী তিন দিনের প্রশিক্ষণ নিতে ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউতে অবস্থান করেছেন। যে সব সংবাদ কর্মীরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন তারা হলেন,চকরিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের কক্সবাজারের চকরিয়ার বিশেষ প্রতিবেদক জহিরুল আলম সাগর, দৈনিক ইনানী পত্রিকার পেকুয়ার স্টার্ফ রিপোর্টার মোঃ গিয়াস উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতি চকরিয়া প্রতিনিধি এম. রায়হান চৌধুরী, দৈনিক আজকের দেশ বিদেশের চকরিয়া প্রতিনিধি এস এম হান্নান শাহ, দৈনিক করতোয়া কক্সবাজার জেলা প্রতিনিধি এম.আলী হোসেন, দৈনিক সমুদ্র বার্তার চকরিয়া স্টার্ফ রিপোর্টার এম.জামাল হোছাইন,দৈনিক খবর পত্র চকরিয়া প্রতিনিধি অলি উল্লাহ রনি, দৈনিক প্রিয় চট্রগ্রাম পেকুয়া প্রতিনিধি নাজিম উদ্দিন,দৈনিক সাঙ্গু ও সংবাদ প্রতিদিন চকরিয়া প্রতিনিধি এম.মনছুর আলম, দৈনিক হিমছড়ি পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, দৈনিক কক্সবাজার৭১পত্রিকার পেকুয়া প্রতিনিধি এফ এম সুমন, দৈনিক দৈনন্দিন পত্রিকার পেকুয়া প্রতিনিধি জালাল উদ্দিন।এছাড়াও কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে একঝাঁক তরুণ সংবাদ কর্মীরাও অংশ গ্রহণ করছেন। উল্লেখ্য যে এ তরুণ সংবাদ কর্মীদের সাথে চকরিয়ায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক রূপসী গ্রামের চকরিয়া প্রতিনিধি বাপ্পী শাহরিয়ার উন্নত চিকিৎসা নিতে ঢাকায় এসেছেন। উল্লেখিত সংবাদ কর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত: