ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

নির্মাণসামগ্রীর মূল্য কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় 

চকরিয়া ঠিকাদার সমিতির মানববন্ধন, স্মারকলিপি প্রদান 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  সকল প্রকার নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা ঠিকাদার সমিতি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী নিয়ে মাঠে নামেন ঠিকাদার সমিতি।

কর্মসূচীতে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিতে জড়িত সিন্ডিকেটকে শনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ নির্মাণসামগ্রীর মূল্য নাগালের মধ্যে নিয়ে আসার দাবিতে সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. শফিকুল কাদের। বক্তব্য দেন উপদেষ্টা জামাল উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মিজানুর রহমান, সরওয়ার ওসমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কাজল, সহ সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, নজরুল ইসলাম টিটু, অর্থ সম্পাদক কামাল হোসেন, জ্যেষ্ঠ সদস্য ফরিদুল আলম, নুর বক্স সওদাগর, আজিজুল হক, পারভেজ উদ্দিন, জামাল উদ্দিন, এস এম নুরুল আলম, মামুন, নাহিদ, জাহাঙ্গীর আলম, আবু কালাম প্রমূখ।

ঠিকাদার সমিতির দাবি- হঠাৎ করে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করার পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে। খুব অল্প সময়ের ব্যবধানে প্রতিটি নির্মাণসামগ্রী তথা রড ৫০ শতাংশ, সিমেন্ট ২৫ শতাংশ, ইট ৪০ শতাংশ, পাথর ৩০ শতাংশ বিটুমিন ৪০ শতাংশ ছাড়াও অন্যান্য সামগ্রী ৫০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যা ঠিকাদারি কাজের বিপরীতে প্রায় ৫০ শতাংশ অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে ঠিকাদারেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হওয়ার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা দেখা দিয়েছে। তাই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ চেয়েছেন তারা।

নেতৃবৃন্দরা বলেন- ‘নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকারি কাজের প্রাক্কলিত ব্যয় সংশোধনসহ বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করতে হবে।’ পাশাপাশি আয়কর, ভ্যাট কর্তন না করারও দাবি জানানো হয় কর্মসূচীতে।

পাঠকের মতামত: